মহিবুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
মালদ্বিপে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠানো নিয়ে চরম বিপাকে,
মালদ্বিপে রুপিয়া মালদ্বীপের কোন ব্যাংক থেকে বাংলাদেশে পাঠানো সম্ভব হয় না,সেই কারনে কিছু অসাধু বিকাশ ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্চে প্রবাসি কষ্টে অর্জিত টাকা,মালদ্বীপ থেকে দেশে টাকা পাঠাতে হলে শতকর্রা ৪০%লচে টাকা পাঠাতে হয়,ডলার রেট কম থাকলেও বিকাশ রেট কমছে না,
সরকার প্রবাসীদের জন্য অনেক কিছু করছে, কিন্তু একবার কি খোজ খবর নিয়েছে মালদ্বীপ প্রবাসী শ্রমিক রা কি ভাবে দেশে টাকা পাঠাচ্চে,এই বিষয়ে সরকার কে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন মালদ্বীপ প্রবাসী শ্রমিকেরা,
আজ মালদ্বিপ রাজধানী মালে সুলতান পার্কে কিছু বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা করনা ভ্যাগছিন দিতে এসে এই সব কথা জানান,
সাজ্জাত নামে এক প্রবাসি বলেন যোদি মালদ্বীপ অবস্থানরত বাংলাদেশি মান্যবর হাইকমিশনার মহাদয় যোদি আমাদের রেমিট্যান্স পাঠানোর বিষয় টা মাথায় নিয়ে একটু বিবেচনা করে থাহলে অবশ্যই আমাদের সমস্যা টা সমাধান হত।
মালদ্বিপ অবস্থানরত মান্যবর বাংলাদেশী হাইকমিশনার মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশীরা,