-চট্টগ্রাম সিটি কর্পোরেশন উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন বিভাগের ওয়ার্ড পরিদর্শক মোঃ হারুন রশিদ ও সহকারী পরিদর্শক হেদায়েতুল ইসলামকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নিলেন বিদায়ী পরিদর্শক মোঃ আব্দুস সাত্তার রাসেল এবং পাহাড়তলী ৯ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন বিভাগের ওয়ার্ড পরিদর্শক বাবলু দেহ ও ওয়ার্ডের কর্মরত সদস্যবৃন্দরা
আজ রোজ রবিবার ৪ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫ ঘটিকার সময় উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আব্দুল আলীর হাট বাজারের দাঁড়িপাল্লা পরিদর্শক মোঃ তসলিম কাদের চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মোজাম্মেল হক এর পরিচালনায় ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন ওয়ার্ড পরিদর্শক হারুন-উর-রশিদকে
এই সময় ওয়ার্ড পরিদর্শক হারুন-উর-রশিদ কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মেদ (মন্জু) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ওয়ার্ডে আমি পরিচ্ছন্ন বিভাগের দীর্ঘদিন যাবৎ সবার সহযোগিতায় ও ভালবাসায় অনেক দূর এগিয়ে গিয়েছি।
এবং তিনি আরো বলেন-বাংলাদেশের যখন করোনা প্রাদুর্ভাব শুরু হয়েছিল চসিক প্রশাসকেরা নির্দেশে আমাকে বদলি করা হয়েছিল। ড. নিছার উদ্দিন আহম্মেদ (মঞ্জু) স্যারের সহযোগীতায় ও ওয়ার্ডবাসীর দোয়ায় আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমি আশাবাদী অত্র এলাকার সবাই মিলেমিশে একসাথে কাজ করে এই ওয়ার্ল্ড কে সৌন্দর্য রূপে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এবং সবার সহযোগীতা কামনা করছি। আমি আবারো ধন্যবাদ জানাই যারা এই করোনা পরিস্থিতিতে ছোট পরিসরে আমাকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য।
Leave a Reply