ফকির হাসান, ছাতক থেকে ফিরে ::
সুনামগঞ্জের ছাতকে নৌ-পথের ছিনতাইকারী ইদন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে পৌরশহরের শিবটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌরসভার বাগবাড়ি মহল্লার আব্দুল রশিদের ছেলে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গেল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ইদন মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধরা শহরের রইছ বোডিং এর পিছনে সুরমা নদীতে নোঙ্গর করা তাহিরপুর উপজেলার আতিকুল আলমের বালুবাহী নৌ-যানে এক হাজার টাকা চাঁদা দাবী করে।
চাঁদা না দেয়ায় সহযোগীদের নিয়ে ওইদিন রাত ৩টার দিকে নৌ-যানে হামলা করে ৫টি মোবাইলসহ নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এমন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে ইদন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে সাথে ছিলেন এএসআই মহিউদ্দিন। ইদনের বিরুদ্ধে চাঁদাবাজী, চুরি, ছিনতাই, মাদকসহ ৬টি মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
Leave a Reply